• হোম > বিদেশ > হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৭:৪০
  • ৩৮

---

হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। গত বুধবারের এ মর্মান্তিক ঘটনার পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবারও দমকলকর্মীরা আবাসিক বহুতল ভবনটির শেষ ইউনিটগুলোতে তল্লাশি চালিয়ে নিখোঁজদের খোঁজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি আবাসিক ভবনের বিশাল ওই কমপ্লেক্সে আগুন লাগার ৩৬ ঘণ্টার বেশি সময় পর চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২ হাজার আবাসিক ইউনিটের এই কমপ্লেক্সে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর এএফপি।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ৫০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর, আর ২৮ জন আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোর থেকে বহু মানুষ নিখোঁজ থাকলেও এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

সুয়েন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ছিল। পানি ছিটিয়ে একাধিক ভবনকে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হলেও তা তার চোখে ‘খুব ধীরগতির’ বলে মনে হয়েছে।

শুক্রবার ঘটনাস্থলে থাকা এএফপি–র এক প্রতিবেদক জানান, ওয়াং ফুক কোর্টে আগুনের তীব্রতা অনেক কমে এলেও ভবনের ভেতর থেকে মাঝে মাঝে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হচ্ছে।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ভবনগুলোর চারপাশে সংস্কার কাজের অংশ হিসেবে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিক জালও তদন্তের আওতায় আনা হয়েছে।

হংকংয়ের দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা কমপ্লেক্সের সংস্কার কাজ নিয়ে পৃথক তদন্তে নেমেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের স্থানে অবহেলার সঙ্গে ফোম প্যাকেজিং ফেলে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7255 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 12:54:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh