• হোম > বিদেশ > হংকংয়ে কমপ্লেক্স অগ্নিকাণ্ডে নিহত ৫৫

হংকংয়ে কমপ্লেক্স অগ্নিকাণ্ডে নিহত ৫৫

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৪:১৪
  • ২৪

---

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে জানা গেছে, আহত হয়েছেন আরও ১২৩ জন, যার মধ্যে আটজন ফায়ার কর্মী রয়েছেন।

৫৫ জনের মধ্যে ৫১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকি চারজন হাসপাতালে মৃত্যু বরণ করেন।

কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় আগে ২৭৯ জন নিখোঁজ বলে তথ্য দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আপডেটে নিখোঁজদের বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে। এরপর তা ভবনের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আগুনের মাত্রা এত ভয়াবহ ছিল যে, ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা, যার মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক। পুলিশ জানিয়েছে, আগুন ‘অস্বাভাবিকভাবে’ ছড়িয়ে পড়ায় অনেকে বের হয়ে আসতে পারেননি। এছাড়া ভবনের ভেতরে পলিস্টাইরিন ও অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে, যা আগুনকে আরও তীব্র করেছে।

নিরাপত্তা তদারকির পরিদর্শনে দেখা গেছে, কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কাভার সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7229 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 11:10:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh