• হোম > বিদেশ > ভারতে বিরল খনিজ উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ৭৩ বিলিয়ন রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

ভারতে বিরল খনিজ উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ৭৩ বিলিয়ন রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ২১:৩০
  • ১২

---

ভারতে বিরল খনিজ উত্তোলন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রায় ৭৩ বিলিয়ন রুপির প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে। ৭ হাজার ২৮০ কোটি রুপির এই প্যাকেজটি বুধবার (২৬ নভেম্বর) দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাত বছর মেয়াদী এ পরিকল্পনার লক্ষ্য হলো বিরল খনিজের ক্ষেত্রে দেশের আমদানি নির্ভরতা কমানো এবং উচ্চ-প্রযুক্তি খাতের সরবরাহ চেইনকে শক্তিশালী করা।

পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটি চৌম্বক জাতীয় বিরল খনিজে প্রায় ৬ হাজার টন উৎপাদন সক্ষমতা অর্জন করবে। এই খনিজ ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রনিকস, উইন্ড টারবাইন, প্রতিরক্ষা ও অন্যান্য উচ্চ-প্রযুক্তিনির্ভর উৎপাদনে অপরিহার্য।

ভারতের খনিজ মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজের মাধ্যমে বৈশ্বিক ও স্থানীয় কোম্পানিকে আকৃষ্ট করা, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত উপাদানের প্রাপ্যতা নিশ্চিত করা হবে। বর্তমানে ভারত চীনের ওপর চৌম্বক বিরল খনিজ আমদানিতে নির্ভরশীল। প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন হলে স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণ, পরিশোধন ও চুম্বক উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

প্যাকেজের আওতায় বেসরকারি কোম্পানিগুলোকে সাত বছরের জন্য প্রণোদনা দেওয়া হবে। প্রথম দুই বছর প্রাথমিক পর্যায়ে ইন্টিগ্রেটেড রেয়ার-আর্থ পারমানেন্ট ম্যাগনেট উৎপাদন কারখানা স্থাপনের জন্য এবং পরের পাঁচ বছর উৎপাদিত পণ্য বিক্রি বা বিতরণের ভিত্তিতে প্রণোদনা প্রদান করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7195 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 10:03:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh