![]()
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্রুতই নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণায় যাচ্ছে চার দল—এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন, জোট নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আজ কিংবা আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এনসিপি নেতারা জানান, জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে এবং আজকের বৈঠকের পর স্পষ্ট সিদ্ধান্ত জানা যাবে। এবি পার্টি জানায়, আজ রাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আপ বাংলাদেশের আহ্বায়ক বলেছেন, চার দলের সমঝোতা প্রায় সম্পন্ন, আজই প্রেস ইনভাইটেশন যেতে পারে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকেও জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে এবং আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। জোটে আরও কয়েকটি দল—জাসদ (রব) ও গণঅধিকার পরিষদ—যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সম্প্রতি বিভিন্ন বৈঠক, আলোচনা ও সমন্বয়ের মধ্য দিয়ে এগোচ্ছে এ নতুন রাজনৈতিক ফ্রন্ট। নির্বাচনকে সামনে রেখে বিকল্প শক্তি গঠনের লক্ষ্যেই চার দলের এই উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।