• হোম > ঢাকা > শত শত ঘর পুড়ে ছাই, খোলা আকাশের তলায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে।

শত শত ঘর পুড়ে ছাই, খোলা আকাশের তলায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৯:০২
  • ২১

---

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে শত শত ঘর। শীতার্ত রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ। সাজানো সংসার হারিয়ে কেউ ছাই-ভস্ম হাতড়ে কিছু উদ্ধার করার চেষ্টা করছেন, কেউ আবার উদভ্রান্তের মতো প্রিয়জন বা সম্বল খুঁজছেন।

দুই বছরের সন্তানকে কোলে নিয়ে অসহায়ভাবে ঘুরছিলেন রেখা বেগম। বললেন, “ঘর পুইড়া শেষ। এহন পোলারে লইয়া যামু কই?” সুমি বেগমের অবস্থা একই—ঘর পুড়ে গেছে, রিকশাচালক স্বামীকেও খুঁজে পাচ্ছেন না।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৫০০–৬০০ ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ১,৫০০ ঘর।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7183 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 01:34:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh