
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী ঘোষণার পর বিএনপিতে মনোনয়ন সংক্রান্ত বিরোধ দেখা দিয়েছে। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার পর বিভিন্ন জেলায় কিছু নেতার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মেটাতে দলের একটি বিশেষ টিম কাজ করছে। তারা প্রার্থীদের যোগ্যতা যাচাই করছে এবং মনোনয়নবঞ্চিত নেতাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে। টিমের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনমতো প্রার্থী তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে।
বিরোধ মেটাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ঢাকায় এবং সুবিধাজনক স্থানে বৈঠক করে নেতাদের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে দলীয় ঐক্য রক্ষা, দলের নীতি মেনে চলা এবং জনভোগান্তি বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রার্থীদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে জমা দিতে বলা হচ্ছে।
ইতোমধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহের কয়েকটি আসনের মনোনয়নবঞ্চিতদের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বিরোধপূর্ণ সব আসনের মনোনয়নবঞ্চিতদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
মনোনয়নবঞ্চিত নেতারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য নিরপেক্ষ জরিপ বা তথ্য সংগ্রহের অনুরোধ করেছেন। একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে বিএনপিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন, মিছিল ও লিখিত অভিযোগ জমা দেওয়া হচ্ছে। এমন অসন্তোষের মধ্যে ঢাকা–১৪, নারায়ণগঞ্জ–৩, সিলেট–৬, গোলাপগঞ্জ–২, চট্টগ্রাম–১, যশোর–১ ও ২, সাতক্ষীরা–২ সহ কয়েকটি আসনের পরিস্থিতি গুরুতর বলে জানা গেছে।
দলের স্থায়ী কমিটি আশা করছে, এসব বিরোধ পর্যায়ক্রমে মিটিয়ে দলীয় একতা বজায় রাখা সম্ভব হবে।