• হোম > অর্থনীতি > বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের মূল্য।

বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের মূল্য।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৪:০১
  • ১০

---

ডলারের বিনিময় হার বাড়লেও বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টদের মতে, এর প্রধান কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বৃদ্ধি—খবর রয়টার্স।

গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১৪১.৪৯ ডলারে উঠেছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বর সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪,১৩৯.১০ ডলার, আগের দিনের তুলনায় ১.১ শতাংশ বেশি।

ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওয়ং বলেন, “স্বর্ণের দামের সাম্প্রতিক উত্থানের মূল কারণ হলো ফেডের সুদহার কমানোর প্রত্যাশা। শেষ দুই সপ্তাহে এই প্রত্যাশা দ্রুত বেড়েছে।”

ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সোমবার জানান, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই আবার সুদহার কমানোর প্রয়োজন হতে পারে। নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামসও জানিয়েছেন, নিকট ভবিষ্যতে সুদহার কমানো হতে পারে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেড সুদহার কমানোর সম্ভাবনা এখন ৮১ শতাংশ—যা এক সপ্তাহ আগেও ছিল মাত্র ৪০ শতাংশ।

এদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম আউন্সপ্রতি ৫১.৪৩ ডলারে অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৫৫৩.৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১,৩৯৯.৯৬ ডলারে পৌঁছেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7171 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:53:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh