• হোম > এন্টারটেইনমেন্ট | দক্ষিণ আমেরিকা > ডিডিএলজে-র সিকুয়েল চান গৌরী খান

ডিডিএলজে-র সিকুয়েল চান গৌরী খান

  • মঙ্গলবার, ৩ মার্চ ২০২০, ০৭:১৯
  • ৭৬৮

গৌরী খান ও শারুখ খান
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাষণে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র উল্লেখ করার পর থেকেই উত্তেজনায় ফুটছে বলিউড। গৌরী খানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল এ ব্যাপারে। তাতে গৌরীর মজাদার জবাব, ‘‘শাহরুখ এ বার ‘ডিডিএলজে’র পার্ট টু করার কথা ভাবতে পারে। আদিত্যকেও (চোপড়া) বলব আমি। সেই ছবিটা যদি প্রথম ছবির মতো আইকনিক হয়, তা হলে যত বিদেশি প্রেসিডেন্ট এ দেশে আসবেন, সকলেই প্রসঙ্গটি তুলবেন!’’

‘ডিডিএলজে’র সিকুয়েল হবে কি না, সময় বলবে। কিন্তু শাহরুখ-ভক্তেরা অভিনেতার ছবির প্রত্যাশায়। সূত্রের খবর অনুযায়ী, রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে।

মুম্বইয়ের একটি নামজাদা ডিজ়াইনার স্টোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌরী। সেখানে সুজ়ান খান, নীলম-সহ তাঁর গার্ল গ্যাংয়ের অনেকেই উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় শাহরুখের নাম ছিল না। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি সেখানে হাজির হন। শাহরুখের আগমন নিয়ে গৌরী বলেন, ‘‘আর্কিটেকচার, ইন্টিরিয়র ডিজ়াইন ও খুব ভাল বোঝে। শাহরুখ অভিনেতা না হলে নিঃসন্দেহে আর্কিটেক্ট হতে পারত। ও আমার কোনও ডিজ়াইন ভাল বললে, আমি গর্বিত হই।’’ সম্প্রতি নিজেদের বাড়িতে শাহরুখের ঘরের ডিজ়াইনে অদল-বদল করেছেন গৌরী, যা অভিনেতার বিশেষ পছন্দ হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/710 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:15:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh