• হোম > বিদেশ > কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগে পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের

কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগে পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ২০:৪৫
  • ২৫

---

ভারতের বেঙ্গালুরুতে এক ফাইভ–স্টার হোটেলে ২৬ বছর বয়সী এক কেবিন ক্রু সদস্যকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) পুলিশ অভিযুক্ত রোহিত সারানের নাম নিশ্চিত করেছে। তিনি একটি বেসরকারি এভিয়েশন কোম্পানির পাইলট।

ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর। এনডিটিভির বরাতে গালফ নিউজ জানায়, হায়দরাবাদের বেগমপেট ও অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে চার্টার্ড ফ্লাইট পরিচালনার পর দুই পাইলট এবং ওই কেবিন ক্রু সদস্য বেঙ্গালুরুর একটি ফাইভ–স্টার হোটেলে রাতযাপনের জন্য চেক–ইন করেন।

অভিযোগ অনুযায়ী, সারান কেবিন ক্রু সদস্যকে তার রুমের সামনে সিগারেট খাওয়ার কথা বলে ডাকেন। সেখানে গেলে তিনি জোর করে তাকে রুমে টেনে নিয়ে যৌন নির্যাতন করেন। ভুক্তভোগী কোনোমতে সেখান থেকে বের হতে পারলেও আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

২০ নভেম্বর বেগমপেটে ফিরে তিনি ঘটনাটি কোম্পানি ব্যবস্থাপনাকে জানান এবং থানায় এফআইআর করেন। পরে ভারতীয় ন্যায় সংহিতা (ভিএনএস)-এর ৬৩ নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়। মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর হালসুরু থানায় স্থানান্তর করা হয়েছে এবং তদন্ত চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7107 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 06:20:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh