
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এই মামলায় গ্রেফতার বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির দিন ধার্য করেন।
একইসঙ্গে পলাতক দুই আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। পলাতকরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এছাড়া ট্রাইব্যুনালে অন্যান্য প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
সকালে ঢাকা সেনানিবাসের সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, যার মধ্যে রামপুরায় নিহত হন ২৮ জন। আহত হন আরও অনেকে। রামপুরার ঘটনায় রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা গেছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।