• হোম > বাংলাদেশ > বিনামূল্যে অনলাইন মামলা, ঘরে বসেই সেবা

বিনামূল্যে অনলাইন মামলা, ঘরে বসেই সেবা

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫০
  • ৩৯

---

ঢাকা মহানগর আদালতে সোমবার ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নতুন উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগীরা বিনামূল্যে অনলাইনে মামলা করতে পারবেন। এর ফলে মানুষের ভোগান্তি কমবে, দুর্নীতি সংকুচিত হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আসিফ নজরুল বলেন, “সাক্ষীর অভাবে বহু মামলা দিনের পর দিন ঝুলে থাকে। এখন ভার্চুয়ালি সাক্ষী দেয়ার ব্যবস্থা করা হয়েছে, ফলে মামলার দীর্ঘসূত্রিতা কমবে।” তিনি আরও জানান, পারিবারিক বিরোধের ক্ষেত্রে বিনামূল্যে লিগ্যাল এইডের মাধ্যমে ঘরে বসে সেবা নেওয়া সম্ভব। নতুন প্রক্রিয়ায় একের পরিবর্তে তিনজন বিচারক যুক্ত থাকবেন।

আইন উপদেষ্টা আরও বলেছেন, “সংস্কার ভাবনা বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন। আমরা খুব বেশি করতে পারিনি। আশা করি নতুন সরকারও এগুলো অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।” তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে ধারাবাহিকতা না থাকলে এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ত না করলে এগুলো টিকবে না।

ই-পারিবারিক আদালতের সুবিধাগুলো হলো:

  • মামলার দীর্ঘসূত্রিতা কমানো

  • অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা ও অপেক্ষার ঝামেলা কমানো

  • ঘরে বসে দ্রুত সেবা গ্রহণ

  • ডিজিটাল নথি ব্যবস্থাপনা

  • সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন ও অনলাইন শিডিউলিং

 

এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা সহজ, নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পরিবারসংক্রান্ত মামলার সমাধান পাবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7093 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 03:05:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh