• হোম > বাংলাদেশ | বিচার বিভাগ > সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের অন্তর্বর্তীকালীন ছাড়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের অন্তর্বর্তীকালীন ছাড়

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১৩:০২
  • ৩৫

---

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হাইকোর্টে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে আবেদন ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান হাইকোর্টে পুনরায় আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও মুহাম্মদ আনিছুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকন প্রথম আলোকে জানান, ‘হাইকোর্ট রুল দিয়ে হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে আপাতত তাঁর কারামুক্তিতে কোনো বাধা নেই।’

মামলাটি দায়ের হয় গত ২৮ আগস্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার সময় ১৬ জনকে পুলিশ তুলে আনে। এ ঘটনায় শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

গোলটেবিল আলোচনায় প্রথমে বক্তব্য দেন হাফিজুর রহমান। তবে পরবর্তীতে একদল ব্যক্তি আলোচনার ব্যানার ছিঁড়ে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে। পুলিশ উপস্থিত হয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে।

এর আগে ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। আপিল বিভাগ ১০ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সেই জামিন বহাল রেখেছে।

হাফিজুর রহমানের আইনজীবী উল্লেখ করেছেন, মামলায় সন্ত্রাসবিরোধী আইনের যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তার অপরাধের উপাদান এজাহারে নেই। হাফিজুর রহমান অনুষ্ঠানের আয়োজকও ছিলেন না। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত হওয়ার সুযোগও নেই। এই যুক্তিতে হাইকোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে।

এই আদেশে হাফিজুর রহমান আপাতত স্বাধীনভাবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলাফেরা করতে পারছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7085 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 06:19:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh