• হোম > বাংলাদেশ > শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে দিল্লির উদ্দেশে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে দিল্লির উদ্দেশে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা।

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ২২:০৬
  • ৩১

---

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারকে নতুন করে আরেকটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি তাকে মৃত্যুদণ্ড দেয়ার পর পরই এ পদক্ষেপ নেওয়া হলো।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ সংক্ষেপে বলেন, ‘দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠি পাঠানো হয়েছে।’ এর বাইরে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট ভার্বালটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা ও তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পান পাঁচ বছরের কারাদণ্ড।

রায় ঘোষণার দিনই তৌহিদ জানিয়েছিলেন যে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। তার ভাষায়, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে—এটা নিশ্চিত।’

তিনি আরও বলেন, অতীতে ঢাকা শেখ হাসিনাকে ফেরানোর জন্য দিল্লির কাছে আবেদন করেছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। এবার পরিস্থিতি ভিন্ন—বিচারিক প্রক্রিয়া শেষ, আসামিরা দোষী সাব্যস্ত।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই নতুন অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7058 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 09:49:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh