• হোম > বাংলাদেশ > সেনাপ্রধান বলেছেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে কাজ করে যাবে সেনাবাহিনী।

সেনাপ্রধান বলেছেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে কাজ করে যাবে সেনাবাহিনী।

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫১
  • ৩৩

---

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে।

রোববার (২৩ নভেম্বর) সকালে সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদকসহ মোট ৬৪ সেনাসদস্যকে পদক দেওয়া হয়।

সেনাপ্রধান আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7048 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 09:48:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh