![]()
পেট্রোবাংলা জানায়, সারাদেশে গ্যাস কূপ খনন ও জরিপ কার্যক্রম আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য স্থগিত থাকবে। তবে গ্যাস সরবরাহ ও উৎপাদন কাজ সচল থাকবে।
ভূমিকম্পের প্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে দেশের সব এলাকায় কূপ খনন ও জরিপ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দেশে ভূমি কম্পের কারণে জনস্বার্থে তেল ও গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে। এছাড়া ভারী যন্ত্রাংশের ক্ষতি ও ভূমিকম্পজনিত ঝুঁকি এড়াতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।”
রোববার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর শীর্ষ কর্মকর্তা বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন, যদিও এখন পর্যন্ত পেট্রোবাংলা গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেয়নি।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত দুই দিনে চারটি ভূমিকম্প প্রমাণ করেছে যে নরসিংদী জেলার উপরিভাগের প্লাটিলেট খুবই অস্থিতিশীল। সামান্য কম্পনও ভূমিকম্পের ঝুঁকি বাড়াতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকায় চলমান ড্রিলিং কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীতে গত শনিবার সন্ধ্যায় দুটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে প্রথমটির উৎপত্তি বাড্ডা, আর দ্বিতীয়টির নরসিংদীতে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়। এক সেকেন্ড পর, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৪.৩।