• হোম > রাজনীতি > এ্যানি: বিএনপিতে আর হুন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না

এ্যানি: বিএনপিতে আর হুন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫১
  • ৩৩

---

এ্যানি বলেছেন, বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না। অন্য জেলা বা থানার লোক এনে মোটরসাইকেল শোডাউন করে শক্তি প্রদর্শনের প্রয়োজন বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।

এ্যানি বলেন, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। জিয়াউর রহমান এমনভাবে দলটি গড়ে গেছেন যে—ঘরে ঘরে বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সমর্থন রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। সমর্থন দেখাতে মোটরসাইকেল র‌্যালি বা বাহু-প্রদর্শনের প্রয়োজন নেই। এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি বিএনপি করে না।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ্যানি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7027 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:32:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh