• হোম > বাংলাদেশ > জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ভুটানের প্রধানমন্ত্রীর

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ভুটানের প্রধানমন্ত্রীর

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৬
  • ৩৪

---

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানোর পর প্রথমেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর ভেসে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।

পরে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

আজ সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ড্রুক এয়ারের ফ্লাইটে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক নির্ধারিত আছে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7002 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:32:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh