• হোম > বাংলাদেশ > ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিষ্ক্রিয় করা শুরু হবে; কোন ফোন বৈধ বা অবৈধ তা যাচাই করা যাবে যেভাবে

১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিষ্ক্রিয় করা শুরু হবে; কোন ফোন বৈধ বা অবৈধ তা যাচাই করা যাবে যেভাবে

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২০
  • ৩৫

---

১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনহীন সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধের আওতায় আসবে না। অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে রাখতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালু করছে সরকার।

বিটিআরসির তথ্য অনুযায়ী, এনইআইআর চালুর পর বৈধ একটি মোবাইল ফোন ও তার ব্যবহৃত সিম একসঙ্গে ট্র্যাক করা সম্ভব হবে। আইএমইআই নম্বরের মাধ্যমে চুরি যাওয়া বা অনুমোদনহীন ডিভাইস শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে এই সিস্টেম।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী সম্প্রতি জানান, নতুন এনইআইআর ব্যবস্থা অবৈধ বা অনুমোদনবিহীন হ্যান্ডসেট শনাক্ত করে নিষ্ক্রিয় করে দেবে।

নতুন ফোন কেনার আগে যা নিশ্চিত করবেন

১৬ ডিসেম্বর থেকে যেকোনো দোকান, অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স থেকে ফোন কেনার আগে অবশ্যই ফোনটির বৈধতা যাচাই করতে হবে। ফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে। ক্রয় রসিদও সংরক্ষণ করতে বলা হয়েছে।

ফোনটি বৈধ কি না যাচাই করার পদ্ধতি

১. মোবাইলের মেসেজে যান।
2. লিখুন: KYD <space> ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর
3. পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।


বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন কীভাবে নিবন্ধন করবেন

১. ভিজিট করুন: neir.btrc.gov.bd
2. ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে Special Registration অপশনে যান।
3. ফোনের আইএমইআই নম্বর দিন।
4. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন—

  • পাসপোর্টের তথ্যপাতা

  • ইমিগ্রেশন সিল

  • ক্রয় রসিদের কপি

  • প্রয়োজনে কাস্টমস শুল্ক প্রদানের রসিদ

ডকুমেন্ট যাচাই শেষে ফোন বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।


মোবাইল অপারেটরের গ্রাহকসেবাতেও সহায়তা পাওয়া যাবে

ব্যাগেজ রুলস অনুযায়ী—

  • বিদেশ থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে আনতে পারবেন (নেটওয়ার্কে আগেই ব্যবহৃত ব্যক্তিগত ফোন ছাড়া)।

  • শুল্ক পরিশোধ করে আরও একটি হ্যান্ডসেট আনা যাবে।


বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি

  • পাসপোর্টের তথ্যপাতার স্ক্যান/ছবি

  • ইমিগ্রেশনের সিল–সংবলিত পাতার স্ক্যান/ছবি

  • ক্রয় রসিদ

  • অতিরিক্ত ফোন হলে কাস্টমস শুল্ক পরিশোধের রসিদ

উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজন

  • উপহারদাতার দেওয়া প্রত্যয়নপত্র


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6948 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:11:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh