• হোম > দেশজুড়ে > শেখ হাসিনার রায় ঘোষণা হলেও দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেখ হাসিনার রায় ঘোষণা হলেও দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১৩:২৬
  • ৩৬

---

গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু গতরাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছিল; পরে তাকে ফেরত দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কোনো অস্থিরতা দেখা দেয়নি। বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভার পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “রায়ের পর কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো শঙ্কা নেই। সব কর্মসূচি আগের মতোই চলবে। গতবার আমাদের প্যারেড হয়নি, এবারও হবে না।”

ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর সম্ভবত জানতে পারব। এটি অপরাধ কি না, সেটিও আমি দেখব।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6940 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 08:33:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh