
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে কূটনৈতিক চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা। সূত্রের খবর, আগামী দু–এক দিনের মধ্যে বাংলাদেশ ‘নোট ভারবাল’ বা কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের হাতে এটি পৌঁছে দিতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই কূটনৈতিক নোটিশ পাঠানো হতে পারে। উল্লেখ্য, গত বছরের আগস্টে গণ–অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান।
জানতে চাওয়া যায়, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত–১ সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দিলে তা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণের শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের হাতে হস্তান্তর করুন। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্ব।”
এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপে যুক্ত থাকব।”