• হোম > বাংলাদেশ > ৮ মাসে নতুন ভোটার বেড়ে হয়েছে ৩৯ লাখ, ইসির প্রকাশিত চূড়ান্ত তালিকা।

৮ মাসে নতুন ভোটার বেড়ে হয়েছে ৩৯ লাখ, ইসির প্রকাশিত চূড়ান্ত তালিকা।

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭
  • ৪৩

---

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার now দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

চূড়ান্ত হিসাব অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। সার্বিকভাবে ভোটার বৃদ্ধির হার ৩.২০ শতাংশ।

গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তাদের নাম নতুন তালিকায় যুক্ত করা হয়েছে। চলতি বছরের ২ মার্চ দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সে তুলনায় এবার ভোটার বেড়েছে ৩৯ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ইসি সচিব জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সচেতনতামূলক প্রচারণা এবং নাগরিকদের উদ্বুদ্ধ করার ফলেই এই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, হালনাগাদকৃত এই তালিকা নির্বাচনের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ায় নির্বাচন আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে কমিশন আরও এগিয়ে গেল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6928 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:03:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh