• হোম > অর্থনীতি > ৪৯০ কোটি টাকার বিনিময়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আনা হবে

৪৯০ কোটি টাকার বিনিময়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আনা হবে

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২১:৫৩
  • ৩৮

---

সরকার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনার জন্য, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।

পেট্রোবাংলা মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৪টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানই দরপ্রস্তাব জমা দেয়। সর্বনিম্ন দরপ্রাপ্ত প্রতিষ্ঠান ছিল সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, যা প্রতি এমএমবিটিইউ ১১.৬৪ মার্কিন ডলারে এলএনজি সরবরাহ করবে। এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করতে এই ব্যয় ধরা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6920 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:31:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh