• হোম > বাংলাদেশ > হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে ভারত জানায় তাদের অবস্থান

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে ভারত জানায় তাদের অবস্থান

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১৯:২০
  • ৩৫

---

নির্বাসনে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ‘নজরে নিয়েছে’ ভারত। পাশাপাশি তারা জানিয়েছে, বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিই তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সার্বিক কল্যাণেই তারা কাজ করে যাবে এবং এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6872 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:11:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh