
এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) স্বেচ্ছায় বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ ইসলামী ব্যাংকের দাখিল করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের আইনজীবী আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এস আলম বিগত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেন এবং আন্তর্জাতিক আদালতে মামলা করেন, যাতে ব্যাংক তার পাচার করা অর্থ ফেরত আদায় করতে না পারে। এটি ঠেকাতেই ইসলামী ব্যাংক হাইকোর্টে রিট করে।
ব্যাংকিং খাতে দীর্ঘদিন আধিপত্য বিস্তারের পর এস আলম ও তার পরিবার ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন। একই দিনে তারা বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতিও পান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই সুবিধা দিয়েছিল বলে জানা গেছে।