• হোম > বাংলাদেশ > কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২২:৫৩
  • ৩৬

---

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করে।

রোববার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রাজধানীতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও সমন্বয়ের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6811 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:52:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh