![]()
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই দুর্বৃত্ত দ্রুতগতিতে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।