
আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদলকে ‘নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের ভিত্তিতে’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব নিয়োগ ও বদলির ফলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিসহ প্রশাসনের অন্যান্য রদবদলকেও তিনি এ ধরনের শলাপরামর্শের ফল বলে উল্লেখ করেন।
এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, “আংশিক পূর্ণ হওয়া দাবিগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য আট দলের আন্দোলন চলবে। লিঁয়াজো কমিটি পরবর্তী বৈঠকে কর্মসূচি নির্ধারণ করবেন।”
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে তৈরি হওয়া সংশয় নিরসনের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান। তবে এদিন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অবরোধের মতো কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি।