• হোম > বাংলাদেশ > গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার।

গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার।

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১৪:০৫
  • ৫১

---

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সমমনোভাবাপন্ন আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আট দলের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দাবি আংশিক পূরণ হয়েছে। তাই এগুলো পুরোপুরি বাস্তবায়নে আন্দোলন চলবে।”

ঘোষিত সূচি অনুযায়ী ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধের কর্মসূচি দেওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

প্রশাসনিক রদবদল—ডিসি, ইউএনও ও ওসিদের বদলি—নিয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, “একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে গোপনে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

এর আগে সকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আট দলের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে শফিকুর রহমান বলেন, “একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় ও সংকট তৈরি হয়েছে, যা সরকারকেই দূর করতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6797 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 10:23:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh