• হোম > রাজনীতি > নির্বাচনে না নামলে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে জামায়াতের: মির্জা ফখরুল

নির্বাচনে না নামলে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে জামায়াতের: মির্জা ফখরুল

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ২২:৫৫
  • ৩৩

---

নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততই দুর্বল হবে—তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই ভোট অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি দল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে। তিনি জামায়াতের উদ্দেশে বলেন, “আপনারা অনেক আগেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। আপনাদের যত বিলবোর্ড–পোস্টার দেখলাম, তা তো অন্য কোনো দলের দেখিনি।”

পানি বণ্টন ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালে বাংলাদেশ–ভারত পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ভারত কী করবে তা অনিশ্চিত। তার মতে, আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, সেটি শক্তিশালী না হলে পদ্মার পানিতে বাংলাদেশের ক্ষতি আরও বাড়তে পারে।

দিনের শুরুতে তিনি মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন এবং ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গত দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় এই গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং তাদের জন্য ভোট চান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6787 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 07:30:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh