• হোম > > প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, তবে আওয়ামী লীগ এতে অংশ নিতে পারবে না।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, তবে আওয়ামী লীগ এতে অংশ নিতে পারবে না।

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৪০
  • ৫৪

---

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনে ভোটাধিকার থেকে বঞ্চিত বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দেবেন।

বৈঠকে অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চ্যাপম্যান জুলাই-অভ্যুত্থানের পর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং ‘জুলাই সনদ’ নিয়ে চলমান সংলাপকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা ক্যাম্পের তরুণদের শিক্ষার সুযোগ নিশ্চিতের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6750 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 06:19:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh