• হোম > বাংলাদেশ > বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
  • ৪০

---

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে যে প্রতিশ্রুতিগুলো দলগুলো স্বাক্ষর করেছে, সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, এই সনদের বাইরে নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণই মূল্যায়ন করবে।

শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ বিষয়ে মৌন মিছিল শুরুর আগে সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইনের অপব্যবহার বা ফাঁকফোকর ব্যবহার করে কেউ যাতে অপরাধ করেও পার পেয়ে না যায়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেওয়ার কথা বলছে, যা নারীদের ঘরে আটকে দেওয়ার সামিল। ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির যে রাজনীতি, তা ভবিষ্যতে স্থান পাবে না। সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল শুরু করেন, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান এবং পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি এবং রেহানা আক্তার শিরীন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6748 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:32:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh