![]()
অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য রাজনীতি বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি উপদেষ্টা মর্যাদা পাবেন।
সংস্কার প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা
অধ্যাপক রীয়াজ চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকেই যুক্ত। গত বছরের ১১ সেপ্টেম্বর সরকার ঘোষিত ছয়টি সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে গত ১৮ সেপ্টেম্বর তাঁকে মনোনীত করা হয়।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গণতন্ত্র, শাসনব্যবস্থা, নির্বাচন ও রাষ্ট্রীয় নীতি নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে এই দায়িত্বগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়।
একাডেমিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল উপস্থিতি
অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। দীর্ঘ এক দশক—২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত—তিনি বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক বিজ্ঞান বিভাগের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক উত্তরণ, উগ্রবাদ, পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে উদ্ধৃত।
তিনি একই সঙ্গে অ্যাটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং বর্তমানে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (AIBS)–এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্বের গুরুত্ব
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রক্রিয়া, শাসনব্যবস্থা সংস্কার এবং অভ্যন্তরীণ নীতিনির্ধারণে অধ্যাপক রীয়াজের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
চলমান সংস্কার-অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা এই সময়ে তাঁর নিয়োগকে রাজনৈতিক বিশ্লেষকেরা একটি কৌশলগত ও অভিজ্ঞতানির্ভর সিদ্ধান্ত হিসেবে দেখছেন।