• হোম > বাংলাদেশ > সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১৫:১৭
  • ৫২

---

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এতে সংস্কার কার্যক্রমের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় নির্বাচনের মতোই গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে আয়োজন করা হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6715 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:47:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh