![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, হুমকি-ধামকি বা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার যে কোনো চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
তিনি বলেন, “একটি মহল অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করছে। যারা বিরোধিতা করছে, তারা হুমকি না দিয়ে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হোক।”
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা এখন সময়ের দাবি। এজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।