• হোম > বাংলাদেশ > আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কারণে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও যানবাহনে তল্লাশি চলছে

আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কারণে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও যানবাহনে তল্লাশি চলছে

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
  • ৩৯

---

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ ‘লকডাউন’ কর্মসূচির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকার প্রবেশপথ, বিশেষ করে আমিনবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।

সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা তল্লাশিতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সকল যানবাহন থামিয়ে যাত্রীদের গন্তব্য ও আগমনের স্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সদস্যরা যাত্রীদের ব্যাগপত্র ছাড়াও মুঠোফোনের গ্যালারি খতিয়ে দেখছেন সন্দেহজনক তথ্য বা উপকরণ আছে কি না তা যাচাই করতে।

চেকপোস্টের কারণে মহাসড়কের কিছু অংশে যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দলটির লকডাউনকে কেন্দ্র করে আমিনবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাই সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগসহ অন্যান্য মালামালও তল্লাশি করা হচ্ছে।”

ওসি আরও বলেন, “অনেকে আত্মগোপনে থাকতে পারে বা নাশকতা ঘটাতে চাইতে পারে। তাই মোবাইল, ব্যাগ ও অন্যান্য জিনিস পরীক্ষা করা হচ্ছে। তবে সবার পারমিশন নিয়ে এটি করা হচ্ছে।” যদিও তল্লাশির সময় যাত্রীদের কাছ থেকে কোনো কর্মকর্তা অনুমতি নিতে দেখা যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6673 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 05:14:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh