![]()
প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে, ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। এ অনুযায়ী প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য যেসব দলিলাদি জমা দিতে হবে তা নিম্নরূপঃ
আবশ্যক দলিলাদি:
- অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম-২ক
- বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন যাচাই করা)
- বাংলাদেশী পাসপোর্ট (মেয়াদোত্তীর্ণ বা বৈধ) অথবা বিদেশী পাসপোর্টের কপি
- প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে বসবাসরত তিনজন বাংলাদেশী এনআইডি ধারকের স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র
অতিরিক্ত প্রয়োজনীয় দলিলাদি:
- আবেদনকারীর পিতা-মাতার এনআইডি কপি, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ (যদি প্রযোজ্য), পাসপোর্ট কপি, ওয়ারিশ সনদ বা নাগরিক সনদ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি (এক কপি)
- শিক্ষাসনদ যেমন এসএসসি/সমমান, জেএসসি, পিইসি (যদি প্রযোজ্য)
- চট্টগ্রাম বিভাগের ৫৬ উপজেলা/থানার জন্য বিশেষ তথ্য ফরম
- নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, এবং ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদ (যদি প্রযোজ্য)
আবেদন প্রক্রিয়া:
- মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে নির্ধারিত তারিখে আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে সমস্ত দলিলাদি জমা দিতে হবে
- ছবি ও বায়োমেট্রিক তথ্য (দশ আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) দিতে হবে
- অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি প্রয়োজনে প্রার্থী বাংলাদেশের প্রতিনিধি মাধ্যমে জমা দিতে পারবেন
এছাড়া, নির্বাচন অফিসার সংশ্লিষ্ট ভোটার এলাকার প্রবাসী ভোটারের তথ্য যাচাই করে সরেজমিন তদন্ত প্রতিবেদন তৈরি করবেন, যা ভোটার নিবন্ধনের জন্য বাধ্যতামূলক।
পরিপত্রে উল্লেখ আছে, সমস্ত প্রক্রিয়া বাংলাদেশ ও প্রবাসী নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা ও নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।