• হোম > বিদেশ > ‘টাকা আমাদের খাবার নয়’ — কপ৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ ও সংঘর্ষ

‘টাকা আমাদের খাবার নয়’ — কপ৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ ও সংঘর্ষ

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৪:১৪
  • ২৪

---

ব্রাজিলের আমাজন অঞ্চলের শহর বেলেমে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর ভেন্যুতে মঙ্গলবার জলবায়ু কর্মী ও আদিবাসীদের এক বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা জোর করে সম্মেলন স্থলে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বিক্ষোভকারীরা বন রক্ষার দাবিতে স্লোগান দেন— ‘টাকা আমাদের খাবার নয়’, ‘আমাদের জমি বিক্রির জন্য নয়।’ তারা কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনি ও কাঠ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান দাবি করেন।

শতাধিক আদিবাসী বিক্ষোভকারী মিছিল নিয়ে জাতিসংঘ কম্পাউন্ডের দিকে অগ্রসর হন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছিলেন। ব্রাজিলের টাপাজোস নদীর নিম্ন অববাহিকার স্থানীয় নেতা গিলমার বলেন,

“আমরা টাকা খেতে পারি না। আমরা আমাদের জমিকে কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনি শ্রমিক এবং কাঠ পাচারকারীদের হাত থেকে মুক্ত দেখতে চাই।”

বিক্ষোভকারীরা প্রবেশপথে জোর করে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা টেবিল ও ব্যারিকেড ব্যবহার করে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নিরাপত্তারক্ষীকে আহত অবস্থায় হুইলচেয়ারে করে সরিয়ে নেওয়া হয়, আরেকজনের চোখের ওপরে আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি ভারী লাঠিও উদ্ধার করা হয়েছে।

সংঘর্ষের পর বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে এবং কিছু সময় পর ভেন্যু স্বাভাবিক হয়ে আসে। জাতিসংঘের এক মুখপাত্র নিশ্চিত করেছেন,

“আজ সন্ধ্যার দিকে একদল বিক্ষোভকারী কপ৩০-এর প্রধান প্রবেশদ্বারে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন এবং ভেন্যুর সামান্য ক্ষতি হয়।”

তিনি আরও জানান, ব্রাজিলীয় ও জাতিসংঘ নিরাপত্তা কর্মীরা নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ভেন্যু সুরক্ষিত করেছেন এবং ঘটনাটির তদন্ত চলছে। বর্তমানে সম্মেলন স্বাভাবিকভাবে চলছে।

উল্লেখ্য, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ বছরের কপ৩০ সম্মেলনে আদিবাসী সম্প্রদায়কে ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে উল্লেখ করেছেন। গত সপ্তাহে নৌকাযোগে এসে কয়েকজন আদিবাসী নেতা আলোচনায় অংশ নিয়ে বন ব্যবস্থাপনায় তাদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান। প্রখ্যাত আদিবাসী নেতা চিফ রাওনি মেটুকটিরে সম্প্রতি ব্রাজিল সরকারকে আহ্বান জানিয়েছেন, আমাজন সংরক্ষণে আদিবাসীদের আরও বেশি ক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের অধিকার দিতে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6667 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:08:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh