![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনসিপি ও পিআর ইস্যুতে মন্তব্য
এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি)–এর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“এলাকায় এনসিপির একজন নেতাকর্মীও নেই। এ কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা (জামায়াত) পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের মূল উদ্দেশ্যই হলো ভোট পেছানো। যেসবে একমত হয়েছি, সেগুলোর দায় আমরা নেব; কিন্তু অন্য কোনো সিদ্ধান্তের দায় নেব না।”
সরকারের উপদেষ্টাদের সমালোচনা
প্রধান উপদেষ্টার পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন,
“দীর্ঘ নয় মাস ধরে সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো মেনে চলা উচিত। কিন্তু গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ তা মেনে নেবে না।”
উপস্থিতি ও প্রেক্ষাপট
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি ও গণভোট ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তীব্র আকার ধারণ করেছে। বিএনপি বলছে, নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজন করা যাবে না, আর নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ।