• হোম > বাংলাদেশ | রাজনীতি > জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত স্বাক্ষরকারীরা মানতে বাধ্য নয়: বিএনপি

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত স্বাক্ষরকারীরা মানতে বাধ্য নয়: বিএনপি

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৫:৫৫
  • ৪৪

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার দায়ভার সরকারের ওপরই বর্তাবে। সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল সেই সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। সংবিধান ও আইন অনুযায়ী এর বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। এটি ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার সামিল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6645 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:36:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh