• হোম > বাংলাদেশ > আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ঢাকার কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ঢাকার কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২২:৪০
  • ৩৯

---

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আবারও ঢাকার বেশ কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ ও মিছিল আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নিষেধাজ্ঞা আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হবে। এতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকা অন্তর্ভুক্ত।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে সকল ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়টি এড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6619 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:37:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh