• হোম > শিক্ষা > শিশুদের জন্য মাতরিয়োশকা পুতুল আঁকার মাস্টার ক্লাস

শিশুদের জন্য মাতরিয়োশকা পুতুল আঁকার মাস্টার ক্লাস

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১৩:০০
  • ১৬০

---
জাতীয় ঐক্য দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ৮ নভেম্বর ২০২৫ ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয় রাশিয়ান ঐতিহ্যবাহী মাতরিয়োশকা পুতুল আঁকার সৃজনশীল মাস্টার ক্লাস। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন শিক্ষক কর্তৃক, সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহায়তায়।

এই কর্মশালার মাধ্যমে ক্ষুদে অংশগ্রহণকারীরা পরিচিত হয় রাশিয়ান সংস্কৃতির অন্যতম পরিচিত প্রতীক—কাঠের তৈরি স্তরিত পুতুল মাতরিয়োশকা-এর সঙ্গে। সেশনের শুরুতে শিশুদের দেখানো হয় একটি শিক্ষামূলক ভিডিও, যেখানে তুলে ধরা হয় এই অনন্য পুতুলের ইতিহাস ও আঁকার প্রক্রিয়া।

৩০ জন শিশু নিজ হাতে অরঙিন মাতরিয়োশকা পুতুলে রঙ দিয়ে তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়। সেরা চারজন অংশগ্রহণকারীকে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পক্ষ থেকে স্মারক ব্যাজ প্রদান করা হয়, এবং সকল অংশগ্রহণকারীকে দেওয়া হয় ছোট উপহারসামগ্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6597 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 12:50:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh