• হোম > বাংলাদেশ > দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা, বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’

দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা, বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:২৭
  • ৪৯

---

আজ সকাল ১০টা ৫৫ মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। রাজধানীর বায়ুমান সূচক (AQI) ২৫৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার স্কোর সাধারণত ১৫১ থেকে ২০০ এর মধ্যে ওঠানামা করলেও, শুষ্ক আবহাওয়া ও বাতাসে আর্দ্রতার ঘাটতির কারণে সূচকটি ২০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান সূচক ৫১৮—‘দুর্যোগপূর্ণ’ ক্যাটাগরিতে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, ৩৯২ স্কোর নিয়ে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (২১৭) এবং ভারতের কলকাতা (১৯৪)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ ধরা হয়। ৫১–১০০ পর্যন্ত সহনীয়, ১০১–১৫০ সতর্কতামূলক (বিশেষত শিশু ও বয়স্কদের জন্য), ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর ওপরে হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6583 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 11:47:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh