• হোম > বাংলাদেশ > নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৪২
  • ৩৭

---

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (সহকারী পরিচালক ব্যাচ–১৯) নাঈম রহমান নিখোঁজ রয়েছেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অফিসে আসেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ

সূত্র জানায়, ওই দিন দুপুর ১২টার দিকে নাঈম রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। কিছুক্ষণ পর তিনি নিজের ব্যাগ ও অফিস পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে ফোনে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ সম্ভব হয়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়দাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


শেষ বার্তা ও আশঙ্কা

সহকর্মীদের একজন জানিয়েছেন, নাঈম রহমান নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে তারই ব্যাচের এক সহকর্মীকে একটি শেষ মেসেজ পাঠান।
বার্তাটিতে তিনি তার ছোট বোনের জন্য চাকরি পাওয়ার অনুরোধ জানিয়ে লেখেন,

“এটাই হয়তো আমার শেষ চাওয়া।”

বার্তাটির ভাষা থেকে পরিবার ও সহকর্মীরা আশঙ্কা করছেন, তিনি হয়তো মানসিক চাপে ছিলেন কিংবা আত্মগোপনে গেছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান বা নিখোঁজের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


পরিবারে শোক ও উৎকণ্ঠা

নাঈম রহমানের পরিবারে রয়েছেন তার মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,

“তিনি সম্প্রতি কিছু ব্যক্তিগত ও আর্থিক চাপে ছিলেন, তবে কখনও এমন কিছু করবেন বলে ভাবিনি।”

বাংলাদেশ ব্যাংকের সহকর্মীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তাকে নিরাপদে ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।


সংশ্লিষ্টদের অনুরোধ

যদি কেউ নাঈম রহমানকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6579 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 11:23:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh