• হোম > বিদেশ > যুক্তরাষ্ট্রে শাটডাউন কাটার পথে, সিনেটে তহবিল বিল পাস

যুক্তরাষ্ট্রে শাটডাউন কাটার পথে, সিনেটে তহবিল বিল পাস

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৩২
  • ৪৬

---

যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪০ দিন ধরে চলা সরকারি শাটডাউন বা অচলাবস্থা কাটার পথে।
রোববার (৯ নভেম্বর) রাতে মার্কিন সিনেটে সরকারের তহবিল পুনরায় চালু করার বিলটি পাস হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম পুনরায় সচল হওয়ার আশা জেগেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিনেটে বিলটি ৬০–৪০ ভোটে পাস হয়। প্রায় দুই ঘণ্টার আলোচনার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


দীর্ঘ অচলাবস্থা ও জনদুর্ভোগ

সরকারি বাজেট নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের টানাপোড়েনের কারণে চলতি বছরের শুরু থেকে বহু সরকারি দপ্তর কার্যত বন্ধ ছিল।
এর ফলে স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা কর্মসূচি, এমনকি উড়োজাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

শাটডাউনের কারণে হাজারো সরকারি কর্মচারী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হন বা সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়।


অস্থায়ী চুক্তিতে সমঝোতা

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর, আইনপ্রণেতারা অবশেষে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার অস্থায়ী চুক্তিতে পৌঁছান।

সিনেটে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন,

“দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।”

তিনি ওই দিন ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরে আসেন।


ডেমোক্র্যাটদের ভূমিকা

এই ব্যয়-বরাদ্দ বিলের পক্ষে ভোট দেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো, ডিক ডার্বিন, জন ফেটারম্যান, টিম কেইন, ম্যাগি হাসান, জ্যাকি রোজেন, জিন শাহিন, এবং স্বতন্ত্র সিনেটর অ্যানগাস কিং।

তাদের সমর্থনেই বিলটি পাস হয়, যা সরকার পুনরায় সচল করার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


এখন কী হবে

বিলটি এখন যাবে মার্কিন প্রতিনিধি পরিষদে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
সেখানে পাস হলে তা প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। ট্রাম্প অনুমোদন দিলে বিলটি আইনে পরিণত হবে এবং যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6577 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 07:02:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh