• হোম > খেলা | ফুটবল > মেসির রেকর্ড গড়া অ্যাসিস্টে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

মেসির রেকর্ড গড়া অ্যাসিস্টে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

  • রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ১৫:৪২
  • ৪৭

---

লিওনেল মেসির জাদুতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। রোববার সকালে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের নির্ধারনী ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মায়ামি। এ ম্যাচে মেসি জোড়া গোলের পাশাপাশি রেকর্ড গড়েছেন পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০তম অ্যাসিস্টের অবিশ্বাস্য কৃতিত্ব ছুঁয়ে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মায়ামি, তবে দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে সমতা ফেরে। তাই তৃতীয় ম্যাচটি ছিল দুই দলের জন্যই ‘বাঁচা-মরার’। চেজ স্টেডিয়ামে দাপুটে জয়ে মায়ামি এখন কনফারেন্স সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।

ম্যাচের ১০ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস কুড়িয়ে নিয়ে চার ডিফেন্ডার ঘিরে ধরার আগেই বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জালের দেখা পান আর্জেন্টাইন তারকা।

৩৯তম মিনিটে দ্বিতীয় গোলও আসে তার পা থেকে। জর্দি আলবার লম্বা পাসে মাতেও সিলভেত্তি বক্সে ঢুকে ব্যাক পাস দেন পেছনে থাকা মেসিকে। অরক্ষিত অবস্থান থেকে শট নিয়ে সহজেই গোল করেন তিনি। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৮৯৪তম গোল।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন তাদেও আলেন্দে। ৭৩ মিনিটে জর্দি আলবার সঙ্গে মেসির দারুণ ওয়ান-টু পাসের পর আলবার ব্যাক পাস থেকে গোল করেন আলেন্দে।

মাত্র দুই মিনিট পর মেসির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। মেসির নিখুঁত চিপ পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। এই অ্যাসিস্টের মাধ্যমেই মেসি স্পর্শ করেন পেশাদার ফুটবলে ৪০০ অ্যাসিস্টের ঐতিহাসিক মাইলফলক—যা বিশ্ব ফুটবলের ইতিহাসে একক রেকর্ড।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6551 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:30:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh