
রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে, যার ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ধারাবাহিকভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে। এসব হামলায় প্রধান প্রাকৃতিক গ্যাস স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীত মৌসুমে ইউক্রেনে তীব্র তাপবিভ্রাটের ঝুঁকি তৈরি হতে পারে, কারণ রুশ হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ইতোমধ্যে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক মাধ্যমে লিখেছেন, “রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে, যার ফলে বহু অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো অঞ্চল বা স্থানের নাম উল্লেখ করেননি।
প্রায় চার বছর ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য জ্বালানি অবকাঠামোকে নিয়মিতভাবে টার্গেট করে আসছে। এর ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।
সর্বশেষ হামলার বিষয়ে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় রাশিয়া ড্রোন হামলা চালায়, যা একটি জ্বালানি স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক সময়ে পাল্টা অভিযান জোরদার করেছে—রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা চালিয়ে মস্কোর জ্বালানি রপ্তানি বিঘ্নিত করার পাশাপাশি দেশটিতে জ্বালানি ঘাটতি তৈরি করার চেষ্টা করছে।