• হোম > বিদেশ > ডিজিটাল খাতে রেকর্ড আয় করেছে নিউইয়র্ক টাইমস, নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে সাড়ে চার লাখ।

ডিজিটাল খাতে রেকর্ড আয় করেছে নিউইয়র্ক টাইমস, নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে সাড়ে চার লাখ।

  • শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ১৬:৪০
  • ৫৪

---

ডিজিটাল আয় ও সাবস্ক্রিপশনে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। চলতি বছরের সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির মোট সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩০ হাজারে, যার মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ডিজিটাল গ্রাহক। শুধুমাত্র গত তিন মাসেই যুক্ত হয়েছে আরও ৪ লাখ ৬০ হাজার নতুন ডিজিটাল সাবস্ক্রাইবার।

গত বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানির সমন্বিত পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৯ সেন্ট, যা বাজারের পূর্বাভাস (৫৪ সেন্ট)-এর চেয়ে বেশি। মোট রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ৭০১ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।

ডিজিটাল সাবস্ক্রিপশন রাজস্ব ১৪ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৭৪ লাখ ডলারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির মতে, এই প্রবৃদ্ধির মূল কারণ হলো গ্রাহকদের জন্য একাধিক পণ্যকে একত্রে করে বান্ডেল সাবস্ক্রিপশন দেওয়ার কৌশল। বর্তমানে মোট গ্রাহকের অর্ধেকের বেশি একাধিক পণ্য সাবস্ক্রাইব করেছেন।

অন্যদিকে, অনলাইন পাঠক বাড়লেও প্রিন্ট সাবস্ক্রিপশন ক্রমশ কমছে। তৃতীয় ত্রৈমাসিকে প্রিন্ট গ্রাহক সংখ্যা ৫০ হাজার কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজারে, এবং প্রিন্ট রাজস্ব ৩ শতাংশ হ্রাস পেয়ে ১২ কোটি ৭২ লাখ ডলার হয়েছে।

একই সময়ে মোট বিজ্ঞাপন রাজস্ব বেড়েছে ১১.৮ শতাংশ, যা ১৩ কোটি ২৩ লাখ ডলার। এর মধ্যে ডিজিটাল বিজ্ঞাপন আয় ৯ কোটি ৮১ লাখ ডলার, তবে প্রিন্ট বিজ্ঞাপন আয় কমেছে ৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, মাল্টিমিডিয়া ও ব্র্যান্ডেড কনটেন্টে বিজ্ঞাপনদাতাদের ক্রমবর্ধমান আগ্রহই ডিজিটাল আয় বৃদ্ধির প্রধান কারণ।

নিউইয়র্ক টাইমসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ও মাল্টিপ্রোডাক্ট ইকোসিস্টেমে পাঠকের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বহুমুখী রাজস্ব উৎস ও ঋণমুক্ত আর্থিক কাঠামো ভবিষ্যতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6486 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:51:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh