• হোম > রাজনীতি > বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি তরুণের কর্মসংস্থান করবে

বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি তরুণের কর্মসংস্থান করবে

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১২:২৮
  • ৪৪

---

বিএনপি ক্ষমতায় এলে দেশে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “জেনজিদের (Gen Z) ধারণার ওপর ভিত্তি করে কোন সেক্টরে কত কর্মসংস্থান সৃষ্টি করা হবে— সে বিষয়ে ইতোমধ্যে বিএনপি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।”


তরুণদের দক্ষতা উন্নয়নই প্রধান লক্ষ্য

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল–চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন,

“বাংলাদেশের তরুণরা নানা বিষয়ে দক্ষতা অর্জন করছে। বিএনপি চায়— এই দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে। শহর ও গ্রামে তরুণদের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজস্ব উদ্যোগে অর্থনীতি সমৃদ্ধ করতে পারবে।”


গ্রামীণ শিল্প ও ফ্রিল্যান্সিং খাতে সম্ভাবনা

তিনি আরও বলেন,

“গ্রামীণ এলাকায় কামার–কুমার, থিয়েটার শিল্পী, খেলাধুলার সঙ্গে জড়িত মানুষদের দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো সম্ভব।”

আমীর খসরু জানান,

“বর্তমানে প্রায় ২ লাখ তরুণ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত। তারা পেপ্যালের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে। বিএনপি ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তি খাতে বড় আকারে বিনিয়োগ করবে, যাতে তরুণ প্রজন্ম দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারে।”


‘জবাবদিহিতার রাজনীতি করতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,

“একটা জাতির স্বপ্ন বাস্তবায়নের জন্য লক্ষ্য ও দায়বদ্ধতা থাকা জরুরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন, কীভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। আমাদের রাজনীতিকে পুরোনো ধ্যানধারণা থেকে বের করে জবাবদিহিতার রাজনীতিতে ফিরতে হবে।”


অতীতের স্বৈরাচার ও ভবিষ্যতের মাইক্রো মডেল

গত ১৫ বছর দেশের গণতন্ত্র স্থবির ছিল বলে অভিযোগ করেন আমীর খসরু। তিনি বলেন,

“স্বৈরাচার সরকারের সময়ে লুটপাটে অর্থনীতি ধ্বংস হয়েছে। এখন দেশের অর্থনীতিকে টেকসই করতে মাইক্রো মডেল অনুসরণ করতে হবে।”

তিনি আরও যোগ করেন,

“দেশের পরিবেশ উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ২৫ কোটি গাছ রোপণ ও ২০ হাজার খাল খননের উদ্যোগ নেওয়া হবে।”


‘ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে’

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চৌধুরী বলেন,

“গত ১৫ বছর ধরে মানুষ তাদের ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন,

“বিএনপি অলীক স্বপ্নে বিশ্বাস করে না— আমরা বাস্তবতায় বিশ্বাস করি। পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতি।”


সেমিনারে উপস্থিত ছিলেন:

সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি,
হুম্মাম কাদের চৌধুরী,
এবং আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6440 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 08:33:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh