• হোম > প্রধান সংবাদ | রাজনীতি > চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার দায় স্বীকার আইএসের!

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার দায় স্বীকার আইএসের!

  • রবিবার, ১ মার্চ ২০২০, ০৫:৪৭
  • ৮২৫

---
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানায়।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দুই নম্বর গেটের ওই পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ আহত হন পাঁচ জন। ঘটনার পর পুলিশ প্রথমে ট্রাফিক সিগন্যাল বাতির মেশিন বিস্ফোরণ হয়েছে জানালেও বিষয়টি খতিয়ে দেখার পর তারা নিশ্চিত করেছে এটি বোমার বিস্ফোরণ ছিল। তবে তখন কে বা কারা এটি ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইএসের দায় স্বীকার করার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না।’
এর আগে, ঘটনার পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সাংবাদিকদের বলেছিলেন, ‘এটি আইইডি বোমা বিস্ফোরণ ছিল। তবে যারা এটি ঘটিয়েছে, তারা খুব বেশি দক্ষ ছিলেন না। তবে কারা ঘটিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’

বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কাজে দায়িত্বরত ব্যক্তি ও সাধারণ জনতাকে গুরুতর জখম এবং হত্যার চেষ্টা, জনগণের জানমালের ক্ষতিসাধন, সরকারি সম্পদ নষ্ট এবং জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশে পরিকল্পিতভাবে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

সূত্রঃ বাংলা ট্রিবিউন


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/641 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:32:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh