• হোম > অর্থনীতি > স্টারবাকস চীনে ৪০০ কোটি ডলারের অংশীদারিত্ব বিক্রি করেছে।

স্টারবাকস চীনে ৪০০ কোটি ডলারের অংশীদারিত্ব বিক্রি করেছে।

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৪
  • ৪৩

---

স্টারবাকস চীনের খুচরা কার্যক্রমের অংশীদারত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটালকে বিক্রি করেছে। এ চুক্তির মূল্য ৪০০ কোটি ডলার।

সাম্প্রতিক বছরে কোনো বৈশ্বিক ভোক্তা পণ্য কোম্পানির চীনের শাখা বিক্রির মধ্যে এটি অন্যতম বড় উদাহরণ। চুক্তি অনুযায়ী, বয়ু ক্যাপিটাল চীনে স্টারবাকসের খুচরা কার্যক্রমে সর্বোচ্চ ৬০ শতাংশ অংশীদারিত্ব নেবে। স্টারবাকস ৪০ শতাংশ অংশীদারিত্ব ধরে রাখবে এবং নতুন যৌথ কোম্পানিকে ব্র্যান্ড ও মেধাস্বত্ব ব্যবহারের অনুমতি দেবে।

এ চুক্তির পর চীনে স্টারবাকসের খুচরা ব্যবসার মোট মূল্য দাঁড়াবে ১,৩০০ কোটি ডলারের বেশি, যা বয়ু ক্যাপিটালের কাছে বিক্রি হওয়া নিয়ন্ত্রণমূলক অংশসহ স্টারবাকসের হাতে থাকা অবশিষ্ট অংশীদারত্বের মূল্য অন্তর্ভুক্ত।

সূত্র: সিএনএন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6410 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:45:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh